জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি ? হারানো জন্ম নিবন্ধন উত্তোলন | Birth Certificate Lost

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় কি? কিভাবে হারিয়ে যাওয়া jonmo nibondhon সনদের অনলাইন কপি ডাউনলোড করবেন এবং সনদের প্রতিলিপির জন্য আবেদন করবেন।

জন্ম নিবন্ধন সনদ হচ্ছে একজন ব্যক্তির নাগরিকাতার সর্বপ্রথম প্রমাণ বা স্বীকৃতি। তাই এটি গুরুত্বপূর্ন একটি ডকুমেন্ট। আজ জানব, জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় কি, কিভাবে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করবেন (everify.bdris.gov.bd search) এবং সনদের প্রতিলিপির জন্য আবেদন করবেন।

আমরা অনেকেই জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করব তা নিয়ে চিন্তিত হয়ে যাই। কিন্তু এজন্য খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই যদি আপনার জন্ম নিবন্ধন সনদের কোন কপি থাকে। তবে জন্ম নিবন্ধন নম্বর জানা না থাকলে কিছুটা বাড়তি ঝামেলা পোহাতে হবে। বিস্তারিত জেনে নেয়া যাক জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে পাওয়া যাবে।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি | Birth Certificate Lost

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় হচ্ছে, প্রথমে ভিজিট করুন https://bdris.gov.bd/br/reprint/add ওয়েবসাইট। এখানে আপনার জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের কোড নম্বর লিখুন এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচার উত্তর লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রণের জন্য আবেদন করতে পারবেন।

#ধাপ ১ : জন্ম নিবন্ধন ওয়েবসাইটে bdris.gov.bd প্রবেশ করুন

আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে গুগলের এড্রেস বা সার্চ বারে লিখুন bdris.gov.bd এবং Enter করুন। অথবা সরাসরি এই লিংকে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন ক্লিক করে প্রবেশ করুন।

ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচের ছবির মত একটি পেইজ পাবেন। এখানে ১ম ঘরে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের কোড নম্বরটি লিখুন। এরপর জন্ম তারিখ লিখুন এভাবে দিন-মাস-সাল (DD-MM-YYYY)। ক্যাপচা দেখে দেখে লিখুন এবং Search বাটনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost

#ধাপ ২ : Jonmo Nibondhon সনদ Copy অনুসন্ধান

আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর সঠিক থাকলে ও তথ্য অনলাইনে থাকে সনদের নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম ও মাতার নামের তথ্য দেখতে পাবেন। এখানে নিচে এসে নির্বাচন করুন বাটনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost

#ধাপ ৩ : Jonmo Nibondhon সনদ প্রতিলিপির জন্য আবেদন Submit

ওয়েবসাইটের ৩য় পেজে প্রবেশ করার পরে নিচের ছবির মত একটি পেইজ পাবেন। এখানে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয়ের তথ্য দেখানো হবে । এখানে আবেদনকারীর তথ্য দিতে হবে। পিতা, মাতা, নিজ যেকোনটা সিলেক্ট করুন ।আবেদনকার�����র নাম, ইমেইল ও ফোন নম্বর দিতে হবে ।

সব পূরণ করার পরে Jonmo Nibondhon সনদ প্রতিলিপির জন্য আবেদন Submit করুন ।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lostজন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost

#ধাপ ৪ : ওয়েবসাইট bdris.gov.bd থেকে আবেদনপত্র প্রিন্ট করুন

ওয়েবসাইট bdris gov bd থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে, আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী দিন-মাস-সাল (DD-MM-YYYY) তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন।

অনলাইনে আবেদনের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয়ে জমা দিতে হবে। যদি সম্ভব হয় আবেদনের সঙ্গে জন্ম নিবন্ধন সনদের ১ কপি ফটোকপি জমা দিন ।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost

হারানো জন্ম নিবন্ধন নম্বর জানা না থাকলে যা করতে হবে

উপরে দেখানো প্রতিলিপির আবেদন করতে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং Date of birth জানা থাকতে হবে। তাই এমতাবস্থায়, আগে আপনার নিবন্ধন নম্বর বের করতে হবে।

বার্থ সার্টিফিকেট হারালে সাময়িক ব্যবহারের জন্য অনলাইন জন্ম নিবন্ধন কপি ব্যবহার করতে পারেন। অনলাইন কপি হচ্ছে, জন্ম নিবন্ধন ডাটাবেইজ থেকে আপনার জন্ম নিবন্ধনের যাচাই বা ভেরিফাইড কপি। দেখুন কিভাবে আপনার হারানো জন্ম নিবন্ধন যাচাই করবেন।

#ধাপ ৫ : ই পাসপোর্ট ওয়েবসাইটে epassport.gov.bd প্রবেশ করুন

আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে করে থাকেন, তাহলে আপনার পার্সপোর্টের মধ্যেই পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ ।

ই পাসপোর্টের মধ্যে থাকবে ব্যক্তিগত নং/ Personal No: 19860915428117351

ই পাসপোর্টের মধ্যে থাকবে ব্যক্তিগত নং
ই পাসপোর্টের মধ্যে থাকবে ব্যক্তিগত নং

#ধাপ ৬ : Nid card bd ওয়েবসাইটে nidw.gov.bd প্রবেশ করুন

Bangladeshi national identity card ওয়েবসাইটে https://services.nidw.gov.bd/nid-pub/ এসে আপনার যদি অনলাইন একাউন্ট থাকে তাহলে এখান থেকে লগইন করুন । Login করার পর ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করুন । তাহলে পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন নম্বর ।

আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারবেন। এরপরে আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেন ।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lostজন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় | Birth Certificate Lost

#ধাপ ৭ : নতুন জন্ম নিবন্ধনের আবেদন করুন | everify bdris.gov.bd

নতুন জন্ম নিবন্ধনের আবেদন করুন । এখানে verify bdris gov bd এবং Enter করুন। এবং নতুন ভাবে আবেদন করুন। তাহলে ডুপ্লিকেট কপি সহজেই পাওয়া যাবে । অথবা সরাসরি এই লিংকে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন ক্লিক করে প্রবেশ করুন।

এক্ষেত্রে আপনার পিতা/মাতা বা অন্য কোন সদস্যের জন্ম নিবন্ধনের ফটোকপি সংগে নিতে পারেন। ‍যিনি একই নিবন্ধকের কার্যালয়ে জন্ম নিবন্ধন করেছিলেন।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ব্যক্তিগতভাবে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার কোন সুযোগ নেই। তবে জন্ম নিবন্ধন নম্বর জানা থাকলে অনলাইন যাচাই কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া যা আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে নিজেই করতে পারবেন।

তবে আপনার সাময়িক ব্যবহারের জন্য হারানো জন্ম নিবন্ধনের অনলাইন যাচাই কপি ডাউনলোড করে নিতে পারেন।

FAQ

১৭ ডিজিটের কম জন্ম নিবন্ধন নম্বর হলে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে পুরাতন সনদটি জমা প্রদান করে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন  নম্বর সম্বলিত সনদ নেওয়া যাবে। নিবন্ধনের সকল স্তরের মত এক্ষেত্রেও নাগরিকের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

হারানো জন্ম নিবন্ধনের নিবন্ধন নম্বর জানা না থাকলে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে আপনার পরিবারের কারো জন্ম নিবন্ধন সনদের ফটোকপি নিয়ে যান। সেখান থেকে, আপনার জন্ম নিবন্ধন নম্বর জেনে নিতে পারবেন। তাছাড়া NID Card ওয়েবসাইট ও পাসপোর্টের মধ্যে পেয়ে যাবেন।

জমজ সন্তানের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে প্রথমে একের পর এক আবেদন করে অনলাইনে সাবমিট করতে হবে তারপর যথাযথ নিয়মে নিবন্ধন করতে হবে । (একটি নিবন্ধন সমাপ্ত করে ফেললে অপর আবেদনটি অনলাইনে সাবমিট করতে সমস্যা হবে।)

Leave a Comment