ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে কত টাকা লাগে বা এ Nid Fees কিভাবে পরিশোধ করবেন বিস্তারিত জানতে চলেছি । জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে কত টাকা লাগে এই প্রশ্নের জবাবে অনেকেই বিভ্রান্ত হয়ে যান। কখন কত টাকা ফি বুঝতে পারেন না, যে আসলে খরচ প্রথমবারের জন্য NID Fees ২৩০ টাকা, দ্বিতীয় বার ৩৪৫ টাকা হবে পরবর্তী যতবার আবেদন করবেন ভ্যাট সহ ৫৭৫ টাকা ফি লাগবে ।
যদি National id card সংশোধন করতে ২০০ টাকা লাগে। এখানে ফি ২০০ টাকা এবং এর উপর ১৫% ভ্যাট ৩০ টাকা। তবে জাতীয় পরিচয় পত্রের (Id Card) অন্যান্য তথ্য সংশোধনের জন্য এই ফি ভ্যাটসহ ১১৫ টাকা।
ই ব্লগে আপনারা জানতে পারবেন কোন ধরণের তথ্য সংশোধনের জন্য কত টাকা ফি দিতে হবে, বাড়তি কোন NID Card Correction ফি লাগে কিনা এবং কিভাবে ভোটার আইডি কার্ডের ফি পরিশোধ করবেন।
আরও পড়ুন- ভোটার আইডি কার্ড সংশোধন
ভোটার আইডি কার্ড সংশোধন NID Fees করতে কত টাকা লাগে
জাতীয় পরিচয়পত্র (Smart Card) সংশোধন করতে সাধারণত ২৩০ টাকা ফি প্রয়োজন হয়। আইডি কার্ডের অন্যান্য তথ্য সংশোধনের জন্য ১১৫ টাকা এবং উভয় ধরণের তথ্য সংশোধনের জন্য ৩৪৫ টাকা লাগে। বিকাশ বা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং (রকেটের) মাধ্যমে এই ফি পরিশোধ করা যায়। চলুন নিচে তালিকা দেখে নিন:
Nid Correction ফি’র তালিকা
সংশোধনের ধরণ | ফির পরিমাণ | ১৫% ভ্যাট | মোট ফি’র পরিমাণ |
---|---|---|---|
তথ্য সংশোধন | ২০০ টাকা | ৩০ টাকা | ২৩০ টাকা |
অন্যান্য তথ্য সংশোধন | ১০০ টাকা | ১৫ টাকা | ১১৫ টাকা |
উভয় তথ্য সংশোধন | ৩০০ টাকা | ৪৫ টাকা | ৩৪৫ টাকা |
রিইস্যু | ৩০০ টাকা | ৪৫ টাকা | ৩৪৫ টাকা |
রিইস্যু জরুরী | ৫০০ টাকা | ৭৫ টাকা | ৫৭৫ টাকা |
জাতীয় পরিচয় পত্র nid bd সংশোধন ফি
ভোটার আইডি কার্ডের সাধারণ তথ্য বা ব্যক্তিগত তথ্য সংশোধন করতে প্রয়োজন হয় ২৩০ টাকা এবং অন্যান্য তথ্য সংশোধনের জন্য প্রয়োজন হয় ১১৫ টাকা। এই সংশোধন ফি’র মধ্যে ১৫% ভ্যাট অন্তর্ভূক্ত রয়েছে।
১. জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন
ভোটার আইডি কার্ডের মূল তথ্যসমূহ অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন ফি ১৫% ভ্যাটসহ ১ম বার- ২৩০ টাকা, ২য় বার- ৩৪৫ টাকা এবং ৩য় বার- ৫৭৫ টাকা। ভোটার আইডি কার্ডে যেসব তথ্য প্রিন্ট করা থাকে এগুলোকে জাতীয় পরিচয়পত্রের মৌলিক তথ্য বলা হয়।
জাতীয় পরিচয়পত্রের মৌলিক তথ্যসমূহ হচ্ছে,
- নাম (বাংলা ও ইংরেজি) – Name
- পিতা-মাতার নাম – Parents Name
- জন্ম তারিখ – Date of birth
- জন্মস্থান – Place of birth
- রক্তের গ্রুপ- Blood Group
- জন্ম নিবন্ধন নম্বর – Birth Registration Number
- ছবি ও স্বাক্ষর – Picture and Signature
- বর্তমান ও স্থায়ী ঠিকানা – Present and Permanent Address
- লিঙ্গ
২. জাতীয় পরিচয় পত্রের অন্যান্য তথ্য সংশোধন ফি
Nid Card এর অন্যান্য তথ্য সংশোধনের জন্য ফি ১৫% ভ্যাটসহ ১১৫ টাকা। জাতীয় পরিচয় পত্রে বা ভোটার আইডি কার্ডে যে তথ্যসমূহ প্রিন্ট করা হয় না কিন্তু সার্ভারে জমা থাকে এসব তথ্যকে অন্যান্য তথ্য বলা হয়।
ভোটার আইডি কার্ডের অন্যান্য তথ্যসমূহ হচ্ছে,
- শিক্ষাগত যোগ্যতা
- স্বামী-স্ত্রীর নাম ও তথ্য
- মোবাইল নম্বর
- পেশা
- অসমর্থতা
- সনাক্তকরন চিহ্ন
- টিন নম্বর
- ড্রাইভিং লাইসেন্স নম্বর
- পাসপোর্ট নম্বর
- ধর্ম
কিভাবে জাতীয় পরিচয়পত্রের (NID) ফি হিসাব করবেন
আপনার জাতীয় পরিচয়পত্রের ফি কত টাকা লাগবে তা অনলাইনে চেক করতে পারবেন। NID Fees হিসাব করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/fees এই লিংকে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID No) এবং আবেদনের ধরন, বিতরনের ধরন সিলেক্ট করে, ক্যাপচা বসিয়ে হিসাব করুন বাটনে ক্লিক করে ফি’র পরিমাণ জানতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম
১ম পদ্ধতিঃ
বিকাশ বা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং (রকেট) থেকে আপনি সহজেই জাতীয় পরিচয়পত্রের সংশোধন ফি জমা দিতে পারবেন। ফি পরিশোধ করার জন্য বিকাশ একাউন্টে লগইন করুন। এরপর পে বিল > সরকারি ফি > NID Service অপশনটি সিলেক্ট করুন। আবেদনের ধরণ সিলেক্ট করুন এবং এনআইডি নম্বর দিয়ে আপনার বিকাশের পিন বসিয়ে ফি পরিশোধ করুন।
২য় পদ্ধতিঃ
ফি পরিশোধ করার জন্য রকেট একাউন্টে লগইন করুন। এরপর Bill Pay > EC Bangladesh (1000) > Application type (1 to 5) অপশনটি সিলেক্ট করুন। এবং এনআইডি নম্বর দিয়ে আপনার রকেট পিন বসিয়ে ফি পরিশোধ করুন।
আপনি রকেট Apps ছাড়াও ডায়াল করে পেমেন্ট করতে পারবেন। ফি প্রদান করার জন্য *৩২২# ডায়াল করুন।
FAQs
ভোটার আইডি কার্ড সংশোধন ফি কিভাবে জমা দিব?
বিকাশ বা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং (রকেট) থেকে আপনি সহজেই জাতীয় পরিচয়পত্রের সংশোধন ফি জমা দিতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি ছাড়া আর কোন ফি দিতে হয় কিনা?
না, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের নির্ধারিত ফি দিতে হয়।
স্মার্ট কার্ড সংশোধন ফি কত?
অনলাইনে স্মার্ট আইডি কার্ড সংশোধন আবেদন করা গেলে স্মার্ট কার্ড পরিবর্তন বা রিপ্লেস করার জন্য নির্বাচন অফিসে যোগাযোগ করতে হয়। ভুল যুক্ত স্মার্ট কার্ড জমা দিয়ে নতুন স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হয়। স্মার্ট কার্ড রিপ্লেস একটি সময় সাপেক্ষ বিষয়।
সংশোধিত স্মার্ট কার্ড পাওয়া যায়?
স্মার্ট আইডি কার্ড সংশোধনের পর সেটির তথ্য অনলাইনে পরিবর্তন হয়ে যায়। কিন্তু নতুন তথ্য সহ স্মার্ট কার্ড পাবেন না। চাইলে অনলাইন থেকে সংশোধিত তথ্য যুক্ত আইডি কার্ডের লেমেনেটিং আইডি কার্ড নিতে পারবেন।
ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কত টাকা লাগে ?
Nid Card এর নিজের নাম কিংবা পিতা মাতার নাম সংশোধন করতে প্রথমবার আবেদনের ক্ষেত্রে ২৩০ টাকা, ২য় বার ৩৪৫ টাকা এবং ৩য় বার এর ক্ষেত্রে ৪৬০ টাকা লাগে। এখানে ১৫% কর সহ বলা হয়েছে।
ক্যাটাগরি | জাতীয় পরিচয় পত্র |
নতুন ভোটার হতে চান | NID Application |
NID কার্ড চেক | NID Card Check |
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড | NID Card Download |
জাতীয় পরিচয় পত্র সংশোধন | NID Card Correction |
হোমপেইজ | Govt BD |