ই-পাসপোর্ট রিনিউ

ই-পাসপোর্ট রিনিউ করার নিয়ম | Passport Renewal Rules

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

বর্তমান সময়ে আপনি নিজেই ই-পাসপোর্ট রিনিউ অনলাইন আবেদন করতে পারেন। জানুন epassport রিনিউ করার প্রক্রিয়া ধাপে ধাপে। “Passport check”

বর্তমানে সারা দেশে এবং দেশের বাইরেও E-Passport প্রদান করা চালু করেছে। ই পাসপোর্ট এর অন্যতম সুবিধা হল দীর্ঘ সময় লাইনে না দাঁড়িয়ে ইমিগ্রেশনে স্বয়ংক্রিয় ই-গেইটের মাধ্যমে (online passport check) চেকিং ছাড়াই প্রবেশ করতে পারবেন।

যেহেতু এখন এমআরপি পাসপোর্ট (mrp passport) আর দেয়া হচ্ছে না, তাই সবাইকে ই-পাসপোর্টই নিতে হবে। ই-পাসপোর্ট আবেদন করা এবং পাসপোর্ট রিনিউ করার নিয়মে কিছুটা নিয়ম রয়েছে।

সর্বশেষ আপডেট ও সহযোগিতার জন্য WhatsApp যোগ দিন

WhatsApp ChannelJoin WhatsApp
Facebook PageFollow on Facebook

আপনি অনলাইনে ই-পাসপোর্ট রিনিউ ফরম (Bangladesh Passport Online Form) পূরন করবেন তার বিস্তারিত প্রক্রিয়া ধাপে ধাপে অনুসরণ করুন ।

অনলাইনে ই-পাসপোর্ট রিনিউ করার নিয়মাবলী – Passport Renewal

পুরনো এমআরপি Bangladesh Passport রিনিউ করার জন্য আপনি স্বাভাবিকভাবে নতুন ই-পাসপোর্ট এর জন্য আবেদন করবেন।

এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আইডি ডকুমেন্টস (ID Documents) অপশন থেকে আপনার পূর্ববর্তী এমআরপি পাসপোর্ট (MRP Passport) সিলেক্ট করে বিস্তারিত তথ্য প্রদান করবেন।

নিচের ধাপগুলো অনুসরণ করবেন ছবিতে দেখানো অপশন থেকে ।

ধাপ ১: পাসপোর্ট রি-ইস্যুর অনলাইন আবেদন

প্রথমে, www epassport gov bd এই সাইটে যেতে হবে । পাসপোর্ট রি-ইস্যুর করার জন্য www.epassport.gov.bd ভিজিট করে Apply Online মেন্যুতে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে আসুন ।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

ধাপ ২: আঞ্চলিক অফিস ও থানা নির্বাচন করুন

ভিজিট করুন- E-passport application এই লিংকে। আপনি নিচের ছবির মত একটি পেইজ দেখবেন। এখানে আপনার আঞ্চলিক অফিস এবং থানা সিলেক্ট করুন। এরপরে Continue বাটনে ক্লিক করুন ।

ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম
ই-পাসপোর্ট রিনিউ

ইমেইল ভেরিফিকেশন করুন

এর পরবর্তী কাজ হলো আপনাকে ইমেইল এড্রেস ভেরিফাই করতে হবে । নিজের ইমেইল এড্রেস বসিয়ে দিন, তারপর নিচের I am human বাটনে টিক দিয়ে Continue বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

এখানে ছয় সংখ্যার বেশি পাসওয়ার্ড এবং ইমেইল এড্রেস অবশ্যই আপনার মনে রাখতে হবে বা লিখে রাখা উচিৎ । কারণ পরবর্তী সময়ে উক্ত ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে । ইমেইল ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর ব্যক্তিগত তথ্যাদি প্রদান করুন। এখানে e passport bd আপনার সকল ব্যক্তিগত তথ্য গুলো ইংরেজিতে সঠিকভাবে পূরণ করুন।

এখানে নাম ও মোবাইল নম্বর বসিয়ে নিচের I am human বাটনে টিক দিয়ে Create Account বাটনে ক্লিক করলেই এখানে হয়ে যাবে ।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

ধাপ ৩: ইমেইল ভেরিফিকেশন করুন

এরপরে আপনার দেওয়া ইমেইল এড্রেসে পাসপোর্ট ওয়েবসাইট (e passport bangladesh) থেকে মেইলের মাধ্যমে একটি ভেরিফিকেশন লিংক পাঠাবে। উক্ত লিংকে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।

Passport Renewal
Passport Renewal

ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করার পরে উক্ত ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এর পরবর্তী ছবি দেখুন ও ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করুন ।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

এখন পরের ছবি দেখুন এবং প্রক্রিয়া ধাপে ধাপে অনুসরণ করুন । ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড বসিয়ে নিচের I am human টিক দিয়ে Sign In বাটনে ক্লিক করুন।

ইমেইল ভেরিফিকেশনের পর পুনরায় পাসপোর্ট ওয়েবসাইটে Passport Application লগইন করুন Login

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

ধাপ ৪: ব্যক্তিগত তথ্য পূরণ করুন

পাসপোর্ট Website এ লগইন করুন । লগইন করার পরে Apply for a New e-Passport বাটনে ক্লিক করুন । তারপর Passport Type হিসেবে সাধারণ পাসপোর্ট হলে Ordinary ও সরকারি আদেশ বা NOC এর মাধ্যমে পাসপোর্ট Official সিলেক্ট করতে হবে।

E Passport | ই পাসপোর্ট আবেদন
E Passport | ই পাসপোর্ট আবেদন

ছবি দেখে প্রক্রিয়া ধাপে ধাপে অনুসরণ করুন ।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

এখানে Personal Information ব্যক্তিগত তথ্যাদি প্রদান করুন । আপনার নাম, পেশা, ধর্ম এবং ফোন নম্বর এবং অন্যান্য সকল তথ্যগুলো প্রদান করুন ও  Save and Continue বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

ধাপ ৫: ঠিকানা পূরণ করুন

আপনার Present Address ও Permanent Address সঠিকভাবে প্রদান করুন। যদি আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে নিচের বক্সে টিক দিয়ে দিন। তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন এবং  Save and Continue বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

ID Documents:

ধাপ ১ঃ প্রথমে ID Documents অপশনে প্রবেশ করে, Yes, I have a Machine Readable Passport (MRP) এটি সিলেক্ট করুন।

ধাপ ২ঃ What is the reason for your passport request? এখানে Arrow চিহ্নে ক্লিক করে আপনার পাসপোর্ট রিনিউর কারণ উল্লেখ করুন।

আপনি নিচের কারণগুলো থেকে একটি কারণ বাছাই করুন আপনার সুবিধা অনুযায়ী।

  • CONVERSION TO EPASSPORT- MRP থেকে ই পাসপোর্টের রুপান্তর
  • EXPIRED- যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়
  • LOST/ STOLEN- যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়
  • DATA CHANGE- তথ্য পরিবর্তনের জন্য
  • UNUSABLE- পাসপোর্ট নষ্ট বা ছিড়ে গেলে।
  • OTHER- অন্যান্য কারণে

ধাপ ৩: আপনার পাসপোর্ট নম্বরটি লিখুন যেমন (EA12345678)

ধাপ ৪: পাসপোর্ট প্রদানের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখুন। তথ্যগুলো প্রদান করে Save and Continue বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

ধাপ ৬: পিতা-মাতার তথ্যাদি প্রদান করুন

মাতা-পিতা সহ অনন্য তথ্যাদি প্রদান করুন । যেমনঃ পুরো নাম, এনআইডি নম্বর, পেশা, জাতীয়তা ।

১৮ বছরের নিচে বয়স হলে আইনসম্মত অভিভাবকের তথ্য দিতে হবে। (Passport bd) তথ্যগুলো প্রদান করে Save and Continue বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
Passport Renewal

Spouse Information

বৈবাহিক অবস্থা নির্বাচন করুন । আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর তথ্যাদি প্রদান করুন । পুরো নাম, পেশা, জাতীয়তা, ও Nid Number ।

তথ্যগুলো প্রদান করুন তারপর Save and Continue বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

ধাপ ৭: জরুরী প্রয়োজনে যোগাযোগের ব্যক্তির তথ্য

Emergency Contact: জরুরী প্রয়োজনে যোগাযোগের করার জন্য আপনার পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে যেমনঃ বাবা, মা, ভাই, বোন বা অন্য কারো নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর প্রদান করুন।

তথ্যগুলো প্রদান করে Save and Continue বাটনে ক্লিক করুন।

E Passport | ই পাসপোর্ট আবেদন
E Passport | ই পাসপোর্ট আবেদন

Passport Option: আপনার (passport size) পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা এবং মেয়াদ Select করুন। তথ্য প্রদান করে Save and Continue বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport fee
E Passport fee | ই পাসপোর্ট আবেদন ফি

ধাপ ৭: Delivery Options & Appointment

এই ধাপ থেকে Passport Delivery সাধারণ না জরুরী তা সিলেক্ট করুন। জরুরী হলে Express ও সাধারণ হলে Regular সিলেক্ট করুন। তথ্য প্রদান করে Save and Continue বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ

এই পেজে আসার পর আপনার সমস্ত তথ্য দেখানো হবে। খুবই মনোযোগ দিয়ে তথ্যগুলো যাচাই করুন। যদি কোথায় ভুল থাকে তবে Edit করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে এখন সাবমিট করতে হবে। এখন উপরে প্রদানকৃত সকল তথ্যগুলো পুনরায় যাচাই করুন, তারপর আবেদন জমা করতে Submit বাটনে ক্লিক করুন ।

Then,

Declaration of consent
আমি শপথ করে বলছি যে, আবেদন পত্রে প্রদত্ত সকল তথ্য সত্য। আমি পাসপোর্ট আইন এবং বিধিবিধান সম্পর্কে অবগত আছি। কোন অসত্য তথ্য প্রদান অথবা কোন তথ্য গোপন করলে উক্ত আইন/বিধানাবলি আমার উপর আরোপযোগ্য হবে।

টিক দিয়ে Confirm and proceed to payment বাটনে ক্লিক করুন।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
Passport Renewal

পাসপোর্ট ফি Online বা Offline ২ ভাবেই পেমেন্ট করা যায় । আপনি চাইলে Online Banking বা Mobile Wallet এর মাধ্যমে নিজেই অনলাইনে e passport fee বা পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। যদি Offline Payment Method হয়, যেমন ব্যাংক থেকে A Challan করতে পারবেন । আপনার কাছে যে পদ্ধতি সুবিধা জনক মনে হয় তা দিয়ে ফি পরিশোধ করতে পারেন ।

যদি Offline Payment Method ব্যবহার করেন, তবে Continue করলেই এটি সম্পূর্ণ হয়ে যাবে।

ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal
ই-পাসপোর্ট রিনিউ Passport Renewal

ধাপ ৭: পাসপোর্ট ফি প্রদান করুন এবং আবেদন প্রিন্ট

E-passport আবেদন সফলভাবে Submit করার পরে এটি প্রিন্ট করার জন্য ২টি PDF ফাইল ডাউনলোড করতে হবে। 1) Print Summary, 2) Application Form এগুলো ভালভাবে প্রিন্ট করে নিবেন। কম্পিউটার না থাকলে পিডিএফ ফাইল হিসেবে আপনার ডিভাইসে সেইভ করুন এরপর কোন কম্পিউটার সেবা দোকান থেকে প্রিন্ট করে নিন।

এবার Print Summery পেইজের প্রিন্ট কপি এবং আপনার এনআইডি নিয়ে ব্যাংকে যান। ব্যাংকে আপনার পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের ক্ষেত্রে Passport Application Summery অনুসারে এ চালানের মাধ্যমে পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে।

E Passport | ই পাসপোর্ট আবেদন
E Passport | ই পাসপোর্ট আবেদন

আপনি যদি চান তাহলে নিজে A Challan এর মাধ্যমে বিকাশ বা যেকোন ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ই পাসপোর্ট আবেদন ফি জমা দিতে পারবেন।

পাসপোর্ট রিনিউ (Passport Renewal) করতে কি কি লাগে

  • আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
  • সনাক্তকরণ কাগজপত্রের কপি (জাতীয় পরিচয় পত্র বা অনলাইন জন্ম নিবন্ধ����� সনদ)
  • পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের কপি
  • এ চালান/ মানি অর্ডার/ ব্যাংক সার্টিফাইড চেকবুক
  • সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC যদি থাকে
  • তথ্য সংশোধনের ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
  • আবেদনপত্রের প্রিন্ট কপি বা রেজিস্ট্রেশন ফরম (প্রয়োজন ক্ষেত্রে)

পাসপোর্ট রিনিউ Passport fees ফি কত?

পাসপোর্ট রিনিউ করতে ৫ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট রিনিউ ফি ৪,০২৫ টাকা এবং ৬৪ পাতার পাসপোর্ট রিনিউ ফি ৬,৩২৫ টাকা। অপরদিকে ১০ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্ট রিনিউ ফি ৫,৭৫০ টাকা এবং ৬৪ পাতার পাসপোর্ট রিনিউ ফি ৮,০৫০ টাকা। সাধারণত পাসপোর্ট রিনিউ করার ফি নূতন পাসপোর্ট আবেদন ফি’র মতই।

বাংলাদেশের অভ্যন্তরে ই-পাসপোর্ট ফি (১৫% ভ্যাট সহ) 48 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট

নিয়মিত ডেলিভারি: 4,025 টাকা
এক্সপ্রেস ডেলিভারি: 6,325 টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারি: 8,625 টাকা

10 বছরের মেয়াদ সাথে 48 পৃষ্ঠার ই-পাসপোর্ট

নিয়মিত ডেলিভারি: 5,750 টাকা
এক্সপ্রেস ডেলিভারি: 8,050 টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারি: 10,350 টাকা

5 বছরের মেয়াদ সাথে 64 পৃষ্ঠার ই-পাসপোর্ট

নিয়মিত ডেলিভারি: 6,325 টাকা
এক্সপ্রেস ডেলিভারি: 8,625 টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারি: 12,075 টাকা

10 বছরের মেয়াদ সাথে 64 পৃষ্ঠার ই-পাসপোর্ট

নিয়মিত ডেলিভারি: 8,050 টাকা
এক্সপ্রেস ডেলিভারি: 10,350 টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারি: 13,800 টাকা

পাসপোর্ট রিনিউ ফরম জমা দেয়ার নিদের্শনা

  • আবেদনের কপিটি A4 সাইজ কাগজে উভয় পৃষ্ঠা প্রিন্ট করবেন অনলাইনে পাসপোর্ট রিনিউ আবেদন করার পরে ।
  • পাসপোর্ট রিনিউ ফি পরিশোধ করুন।
  • প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করুন।
  • পাসপোর্ট রিনিউ এর ক্ষেত্রে মূল পাসপোর্ট এর তথ্য প্রদান করতে হবে।
  • হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) এর মূল কপি দাখিল করতে হবে।
  • পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।

ক্যাটাগরিই-পাসপোর্ট
ই-পাসপোর্ট আবেদন E-Passport Application
ই-পাসপোর্ট করতে কি কি লাগেRequired Documents
ই-পাসপোর্ট সংশোধনE-Passport Correction
হোমপেইজGovt BD

Leave a Comment

Leave a Comment