ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট আইডি কার্ড হাতে পাননি? অনলাইনে NID Smart Card Status চেক করে দেখে নিন কবে হাতে পাবেন আপনার স্মার্ট কার্ড। স্ট্যাটাস Smart card check করার নিয়ম।
নতুন কিংবা পুরাতন ভোটার সবার জন্য স্মার্ট আইডি কার্ড প্রযোজ্য। Smart NID Card তৈরি হয়েছে কিনা এবং কবে আপনার স্মার্ট এনআইডি কার্ড হাতে পাবেন তা SMS পাঠিয়ে অথবা অনলাইন থেকে খুব সহজেই জানতে পারবেন আপনার স্মার্ট কার্ড কখন পাবেন । কিভাবে দ্রুত স্মার্ট কার্ড পাবেন তা নিয়ে আজকে জানুন।
Smart Card Status Check
Smart Card Status Check করার জন্য ভিজিট করুন services nidw gov bd তারপর জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ লিখুন। সব তথ্য দেওয়ার পর একটি সিকিউরিটি ক্যাপচা পূরণ করে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন। চেক করার মাধ্যমে জানতে পারবেন আপনার Smart NID Card তৈরি হয়েছে কিনা এবং এটি কোথা থেকে এটি সংগ্রহ করতে হবে ইত্যাদি। নিচে কয়েকটি ধাপের সারসংক্ষেপ দেওয়া হলো:
- NID Card Status চেক করার nidw service সাইটে ভিজিট করুন;
- NID নাম্বার এবং জন্ম তারিখ লিখুন;
- সিকিউরিটি প্রশ্নের উত্তর বা ক্যাপচা পূরণ করুন ;
- সাবমিট বাটন চেপে Smart NID Status দেখুন।
পুরানো লেমেনেটিং National id card পরিবর্তন করে স্মার্ট আইডি কার্ড বিতরণ নির্বাচন কমিশনের একটি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবার মাঝে এরিয়া ভিত্তিক Smart NID Card পৌঁছে দেয়ার জন্য নির্বাচন কমিশন (services nidw gov bd) তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার উপায়
স্মার্ট জাতীয় পরিচয় পত্র হয়েছে কিনা তা চেক করার জন্য অনলাইনে এবং SMS করার মাধ্যমে Smart nid status check করা যায়। যে কোন বাংলাদেশী সিম অপারেটর থেকে ফ্রি ম্যাসেজ পাঠিয়ে আপনার Smart card status check করতে পারবেন। স্মার্ট কার্ড স্ট্যাটাস সাধারণত দুইটি উপায়ে চেক করা যায়-
Smart Card status check করার উপায় সমূহ
- অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
- SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
ল্যাপটপ, কম্পিউটার অথবা আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে অনলাইনে চেক করে জানতে পারবেন আপনার স্মার্ট কবে পাবেন, Smart card তৈরি হয়েছে কিনা আর হয়ে থাকলে কোথা থেকে সংগ্রহ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য।
নিচে কয়েকটি ধাপ অনুসরণ করলেই হয়ে যাবে:
- অনলাইন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status এখানে ভিজিট করে আপনার NID নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
- যাদের আইডি কার্ড বের হয়নি তারা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করে চেক করবে। যদি আপনার ফরম নাম্বার 62780631 হলে ভোটার স্লিপ বা ফরম নাম্বারের পূর্বে NIDFN এক্সট্রা যুক্ত করে NIDFN62780631 এরকম ভাবে ব্যবহার করুন।
- স্মার্ট কার্ডের স্ট্যাটাস Complete দেখালে বুজে নিবেন আপনার স্মার্ট আইডি কার্ড প্রস্তুত হয়েছে।
আপনার পুরানো কিংবা নতুন যে কোন NID কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবেন। ১৩ কিংবা ১৭ সংখ্যার এনআইডি নাম্বার দিয়ে এনআইডি কার্ড যাচাই করা যায়। আর যদি ১০ সংখ্যার স্মার্ট nid নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান সেটাও করতে পারবেন।
ভোটার আইডি নাম্বার ইনপুট করা হয়ে গেলে পরবর্তী ইনপুট ফিল্ডে এনআইডি অনুসারে জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখের ঘরে (DD-MM-YYYY) এই ফরমেটে লিখতে হবে। জন্ম দিনের ফিল্ডে জন্মের তারিখ তার পরে জন্ম মাস এবং শেষে জন্ম সাল লিখতে হবে।
Smart card status check করে বক্স আইডি, ভোটার এলাকা আপনার স্মার্ট কার্ড পেতে কোন নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে সেটি Contact Address এ দেয়া থাকবে।
SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
আসুন এবার দেখ����� নেই SMS এর মাধ্যমে স্ম�����র্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম । প্রথমে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SC <space> NID <space> nid কার্ডের নাম্বার এবং মেসেজটি পাঠাতে হবে 105 এই নাম্বারে। যেমনঃ SC NID 1952559352
ভোটার স্লিপ বা ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখার জন্য SMS লেখার ফরমেট SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ লিখে 105 নাম্বারে পাঠাতে হবে। তারপর ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার Smart NID card status বা এর বর্তমান অবস্থা সম্পর্কে। যেমনঃ SC F 62780631 24-06-2001
NID নম্বর দিয়ে চেক করার SMS Format: SC NID 1952559352 এবং Send করুন 105 নম্বরে
ভোটার স্লিপ নম্বর দিয়ে চেক করার SMS Format: SC F 62780631 24-06-2001 এবং Send করুন 105 নম্বরে। এখানে তারিখের স্থলে আপনার জন্ম তারিখ লিখবেন।
ভোটার স্লিপ (voter slip) দিয়ে স্মার্ট কার্ড চেক
নতুন ভোটার হওয়ার সময় যে স্লিপ বা ফরম দেয়া হয় সেটি ব্যবহার করে অনলাইনে এবং SMS এর মাধ্যমে smart card status check করা যায়। অনলাইনে চেক করার পদ্ধতি প্রথমে আমরা আলোচনা করেছি এবং ছবি সহ ধাপে ধাপে দেখানো হয়েছে।
ভোটার স্লিপ দিয়ে স্মাট আইডি কার্ড চেক করার জন্য আপনার বাটন ফোন কিংবা স্মার্ট ফোনের মেসেজ অপশনে চলে যান। তারপর নিচে দেখানো নিয়মে মেসেজ লিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের নাম্বার 105 এ প্রেরণ করুন।
উপরের উদাহরণে ফরম/স্লিপ নাম্বার হল ৬২৭৮০৬৩১ এবং জন্ম তারিখ হলো ২৪ জুন ২০০১ যা 24-06-2001 এভাবে লিখা হয়েছে। আমি যে ফরমেটে লিখেছি আপনাকে একই ফরমেটে লিখতে হবে।
NID Card নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন
এনআইডি কার্ড নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের মেসেজ পাঠানোর স্থানে লিখুন SC <space> NID <space> এনআইডি নাম্বার তারপর এটি 105 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
আরো সহজ করার জন্য নিচে মেসেজ লিখার ধরন ফরমেট এবং উদাহরণ সহকারে দেখানো হলো–
এখানে ১৯৫২৫৫৯৩৫২ হলো ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র নাম্বার। আপনি চাইলে ১৭ সংখ্যার NID নাম্বার কিংবা ১৩ সংখার পুরানো আইডি কার্ডের নাম্বার দিয়েও Smart Card Status চেক করতে পারবেন।
স্মার্ট কার্ড ডাউনলোড
আমরা জানি স্মার্ট কার্ডে মাইক্রো চিপ সংযুক্ত থাকে। আমরা চাইলেও স্মার্ট কার্ড ডাউনলোড কিংবা এই চিপ লাগাতে পারবো না। স্মার্ট আইডি কার্ড নির্বাচন কমিশন কর্তৃক প্রদান করা হয়ে থাকে। তাই অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করার কোন সুযোগ নেই। তবে স্মার্ট কার্ডের নাম্বার সহ জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করে তা প্রিন্ট এবং লেমেনেটিং করে ব্যবহার করা যায়।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে অথবা নষ্ট হলে Smart Card Re-Issue করার আবেদন করতে হয়। অনলাইনে স্মার্ট কার্ড রি-ইস্যু করার জন্য আবেদন করা যায়। আপনি চাইলে আপনার সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে গিয়েও আবেদন করতে পারবেন।
FAQ’s
Nid নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবো কিভাবে?
বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইন স্মার্ট কার্ড চেক করা যায়। এজন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ লিংকে প্রবেশ করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন।
স্মার্ট কার্ডে টাকা থাকে?
অনেকেই স্মার্ট কার্ড দেখতে ATM কার্ডের মতো বলে এর মধ্যে টাকা থাকে কিনা জানতে চায়। স্মার্ট কার্ডে কোন প্রকার টাকা থাকে না। Smart card এ সিমের মতো যে চিপ থাকে তার মাধ্যমে ডিজিটাল তথ্য সংরক্ষিত থাকে।
স্ট্যাটাস Complete দেখাচ্ছে কিন্তু কার্ড পাননি?
অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার পর যদি Complete দেখায় তা হলে আপনি আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে smart NID card সংগ্রহ করতে পারেন।
স্মার্ট কার্ড কবে পাবো?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্মার্ট কার্ড প্রদানে ১-২ বছর সময় লাগতে পারে। স্মার্ট কার্ড একটি ব্যয়বহুল প্রকল্প হওয়ায় বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করা সম্ভব হচ্ছে না। তাছাড়া যারা পুরাতন ভোটার স্মার্ট কার্ড পাওয়ার জন্য তাদের আবার বায়োমেট্রিক তথ্য দিতে হবে।
ক্যাটাগরি | জাতীয় পরিচয় পত্র |
নতুন ভোটার হতে চান | NID Application |
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড | NID Card Download |
NID কার্ড চেক | NID Card Check |
জাতীয় পরিচয় পত্র সংশোধন | NID Card Correction |
হোমপেইজ | Govt BD |
Leave a Comment